কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা  

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৩২ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৪:১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এর মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) এ শোক পালন করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য আগামী ১৮ ডিসেম্বর সোমবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। 

এদিন বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এরআগে তেল সমৃদ্ধ কুয়েতের শাসক ৮৬ বছর বয়সী আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ শনিবার মারা যান। তার সৎ ভাই কুয়েতের সাবেক আমীর শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ ৯১ বছর বয়সে ২০২০ সালে মারা যাওয়ার পর শেখ নওয়াফ আমীরের পদ গ্রহন করেন। তার মৃত্যুর পর কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহকে দেশটির নতুন আমির হিসেবে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এর শবযাত্রায় অংশ নিতে সোমবার কুয়েতে যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/জেডএম)