ভোক্তা অধিকারের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০২৩, ২১:০১

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

সুনামগঞ্জে পৌর শহরে ভোক্তা অধিকারের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 
রবিবার বিকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন রেস্টুরেন্ট ও খাদ্য স্থাপনায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং লেবেলবিহীন পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে দুটি প্রতিষ্ঠানে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. আল আমিন, নিরাপদ খাদ্য অফিসার সুনামগঞ্জ মো. শরীফ উদ্দিন প্রমুখ।
(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/ইএইচ)