ঈগল প্রতীক নিয়ে লড়বেন ডা. মুরাদ

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০২৩, ১৬:০৬

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ঈগল প্রতীকে লড়বেন স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান।  

সোমবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে মুরাদ হাসানকে ঈগল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

মুরাদ হাসানের ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম বিষয়টি নিশ্চিত করেছেন ।

জামালপুর-৪ আসনে ৭জন প্রার্থী নির্বাচনে লড়াই করবেন। প্রার্থীরা হলেন, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের তারিখ মেহেদী, তৃণমূল বিএনপির মো. সাইফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ, জাতীয় পার্টির মো. আবুল কালাম আজাদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের গোলাম মোস্তফা জিন্নাহ, আওয়ামী লীগের মাহবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান।

জামালপুর-৪ আসন সরিষাবাড়ী উপজেলা নিয়ে গঠিত। এ উপজেলায় ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। আসনটির ভোটার সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ১৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪২ হাজার ৩৩৩ জন। আর নারী ভোটার রয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৪ জন।

উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. মুরাদ হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েও পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। 

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)