পঞ্চগড়ে চারদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস

পঞ্চগড়ে ঘনকুয়াশা কমলেও টানা চারদিন ধরে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গত শনিবার সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ এর মধ্যেই উঠানামা করছে।

মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন ছিল ৯ দশমিক ৭। তবে দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে প্রতিদিনের মতো মঙ্গলবারও সকাল ৭টার মধ্যেই সূর্যের দেখা মেলে। সকালের রোদে স্বস্তি ফিরে জনজীবনে। কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে দুর্ভোগে পড়েছেন সকালে কাজে যোগ দেওয়া খেটে খাওয়া মানুষ। বিশেষ করে সবজি চাষি এবং ব্যবসায়ীরা বেশি দুর্ভোগে পড়েছেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, শনিবার থেকে তেঁতুলিয়া এবং আশপাশের এলাকায় টানা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ এর মধ্যেই উঠানামা করছে। মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/প্রতিনিধি/জেডএম)