কুড়িগ্রামে রেললাইনের নাট খুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৩, ২১:১১

কুড়িগ্রাম-রংপুর রেললাইনের ঠাটমারী বদ্ধভূমি এলাকার রেল সেতুর নাট চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বিকালে কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার মো. শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও রেল সূত্রে জানা যায়, কুড়িগ্রাম-রংপুর রেললাইনের ঠাঁটমারী বধ্যভূমি এলাকায় অবস্থিত রেলসেতুর উপরের স্লিপারের নাট কে বা কারা খুলে নিয়ে যায়। রেল ওয়েম্যান বিষয়টি কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টারকে জানান। পরে সংশ্লিষ্ট কর্মীরা গিয়ে ওই রেলসেতুর ওপর লাইন মেরামতের কাজ শুরু করেন।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মো. শামসুজ্জোহা বলেন, হারিয়ে যাওয়া নাটগুলোর স্থলে নতুন নাট লাগানো হয়েছে। এখন রেল চলাচলে কোনো সমস্যা নেই।

কুড়িগ্রামের জেলা প্রশাসক সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় পুলিশ সুপার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে নাট না থাকার বিষয়টি নাশকতা নয়, কেউ এগুলো চুরি করে নিয়ে গেছে। ঘটনাস্থলে রেল বিভাগ কাজ করছে।

জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রেল কর্তৃপক্ষ বলছে যে পর্যাপ্ত নাট ছিল না। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে নাটগুলো চুরি হয়ে গেছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/ ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :