ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যায় দায়ীদের অবশ্যই বিচার হওয়া উচিত: প্রধান বিচারপতি

প্রকাশ | ২০ ডিসেম্বর ২০২৩, ১২:৫৫ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩, ১৩:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায় দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিৎ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। 

বুধবার সকালে সুপ্রিম কোর্টে রেকর্ড শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘যারা ট্রেনে আগুন দিয়ে মানুষ পোড়ায় তাদের মনুষ্যত্ব নেই। এ ঘটনা দেশের যে প্রান্তেই হোক না কেন সব একই রকম।’

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান বিচারপতি। 

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোরে তেজগাঁয়ে ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার শিশুসন্তান ইয়াসিন (৩)।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ক্ষতিগ্রস্ত ট্রেনটির পরিচালক (গার্ড) খালেদ মোশাররফ বাদী হয়ে কমলাপুর রেলওয়ে থানায় অজ্ঞাতনাম আসামি করে মামলা দায়ের করেন। 

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এফএ)