ফুটেজ যাচাইয়ে সন্দেহভাজন ৩

ট্রেনে আগুন: অজ্ঞাতদের নামে মামলা, তদন্তে সাত সংস্থা

প্রকাশ | ২০ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৩ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩, ১৬:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারজনের মৃত্যুর ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে। এঘটনা রেলওয়ে পুলিশ, র‍্যাব, থানা-পুলিশ, সিআইডিসহ সাতটি সংস্থা তদন্ত করছে। ভিডিও ফুটেজ যাচাইয়ে তিনজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বুধবার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে একটি মামলা করেছেন। নাশকতা ও হত্যার অভিযোগ আনা হয়েছে মামলায়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনা তদন্তে রেলওয়ে পুলিশ, র‍্যাব, থানা-পুলিশ, পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমসহ (সিটিটিসি) সাতটি সংস্থা মাঠে কাজ শুরু করেছে।

পিবিআই পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, 'প্রাথমিক তদন্ত প্রমাণ করে যে এটি একটি নাশকতামূলক কাজ। আমরা সন্দেহ করছি যে তিন ব্যক্তি বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনের তিনটি বগিতে উঠেছিলেন তারা পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিতে পারেন। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আমরা স্পষ্ট বলতে পারব।'

তিনি আরও বলেন, পুলিশ এখন বিমানবন্দর স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। কারা সেখান থেকে ট্রেনে উঠেছিলেন এবং তেজগাঁও স্টেশন থেকে কারা নেমেছেন তা জানার চেষ্টা করছে।

গত মঙ্গলবার ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হন। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার শিশুসন্তান ইয়াসিন (৩)।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এএম/ইএস)