সোনারগাঁয়ে জাপার প্রচারণায় হামলা, অটোরিকশা-মাইক ভাঙচুর

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০২৩, ১৮:১৯ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৯

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস

নারায়ণগঞ্জে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে প্রচারের সময় মাইক ও মাইকবহনকারী অটোরিকশায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে ডিবি পুলিশ। 

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার জামপুর বেলাবো এলাকায়  এ হামলার ঘটনা ঘটে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, 'সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বেলাবো গ্রামে বেলা দেড়টার দিকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে (লাঙ্গল প্রতীক) নির্বাচনি প্রচারণা চলাকালে অটোরিকশা ও মাইক ভাঙচুর করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আটককৃত ব্যক্তির তথ্য পাওয়া যায়নি।

নির্বাচনি প্রচারণার গাড়ির ড্রাইভার শাহ আলম বলেন, ‘নির্বাচনি প্রচারণা চলাকালে পেরাবো গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মুন্না (৩০), মাইন উদ্দিন (২৭), বেলাবো গ্রামের সাদেকের ছেলে রতন (২৫) অটোরিকশা ও মাইক ভাঙচুর করে আমাদেরকে মারধর করে।

লিয়াকত হোসেন খোকা প্রচারণায় বাধা প্রসঙ্গে বলেন, ‘সোনারগাঁয়ের মানুষকে হুমকি-ধামকি দিয়ে কাজ না হওয়ায় হেরে যাওয়ার ভয়ে এখন মারধর ও ভাঙচুর করে জাতীয় পার্টিকে দমানোর চেষ্টা করছে প্রতিপক্ষ’।

(ঢাকা টাইমস/২৩ডিসেম্বর/এআর)