সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলযোগে ছিনতাইকালে আটক ২

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০২৩, ২২:৫৩

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে ছিনতাইকালে দুজন ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে হাইওয়ে পুলিশ। 

শনিবার বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রামমুখী লেনের কাঁচপুর ব্রিজের পশ্চিম ঢাল থেকে আটক করা হয় এদের।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরিফুদ্দিন। 

আটককৃত ছিনতাইকারী হলেন, ফরিদপুর জেলার আবুল আহমেদের ছেলে আকাশ আহমেদ অভি (২৩) এবং যাত্রাবাড়ী থানার জাফর ইকবালের ছেলে মো. আবিদ হাসান (২২)।

শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরিফুদ্দিন জানান, আটককৃত ছিনতাইকারীরা কাঁচপুর ব্রিজের ঢালে দুজন পথচারীকে আটকে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে হাতেনাতে আটক হন। এরা স্বীকার করেছেন, তারা মোটরসাইকেলযোগে বিভিন্ন স্থানে ছিনতাই করে থাকেন।

আটককৃত এবং তাদের সঙ্গে থাকা মোটরসাইকেল ও ছিনতাইকৃত মোবাইল সিদ্ধিরগঞ্জ থানার ডিউটিরত পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/এআর)