কাপ্তাইয়ে বড়দিন উদযাপন

প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০২৩, ১১:৩৮

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি, ঢাকা টাইমস
কেক কেটে দিনের শুভ সূচনা করছেন খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের আয়োজনে খ্রীস্টিয়ান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ‘বড় দিন’ উদযাপন করা হয়েছে।

সোমবার সকালে মিশন হাসপাতাল সংলগ্ন  চার্চে সমবেত প্রার্থনা, খ্রীস্ট সংগীত পরিবেশন এবং কেককাটার মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করা হয়।

 চার্চের পালক রেভারেন্ট সখরীয় বৈরাগী সমবেত প্রার্থনা পরিচালনা করেন। সমবেত প্রার্থনায় দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। 

পরে কেক কাটার মাধ্যমে দিনের শুভ সূচনা করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।

চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায়  অনুষ্ঠানে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সভাপতি বিপ্লব মারমা, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলার সহসভাপতি অজয় সেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)