আচরণবিধি লঙ্ঘন: জরিমানা গুনতে হলো মাশরাফিকে

প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০২৩, ১৯:২৬ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৬

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা গুনতে হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজাকে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাশরাফির এক প্রতিনিধিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

একই আসনের আরও তিন প্রার্থীর প্রতিনিধি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে নড়াইল পৌর এলাকায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এসব জরিমানা করেন।

গণমাধ্যমকে আনিসুর রহমান জানান, আচরণবিধি অনুযায়ী নির্বাচনী পোস্টার রশি দিয়ে ঝোলানোর কথা থাকলেও প্রার্থীদের অনেক পোস্টার দেয়ালে ও বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছে। এ জন্য নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিসহ অন্য তিন প্রার্থীর প্রতিনিধিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়।

অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামানের প্রতিনিধিকে ১৫ হাজার টাকা, গণফ্রন্টের প্রার্থী লতিফুর রহমানের প্রতিনিধিকে ৩ হাজার টাকা এবং ইসলামী ঐক্যজোটের (আইওজে) প্রার্থী মাহবুবুর রহমানের প্রতিনিধিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নড়াইলে এবারের নির্বাচনে প্রথমবারের মতো আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি দিল নির্বাচন কমিশন।

এ আসনে মাশরাফির প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন পাঁচজন। এর মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে দশম সংসদ নির্বাচনে (২০১৪ সালে) নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/এসআইএস)