বিলাইছড়িতে বড়দিন উৎসব উদযাপন

প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০২৩, ২৩:১৫

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি, ঢাকাটাইমস

রাঙামাটির বিলাইছড়ির পাংখোয়া পাড়ায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। 
বড়দিন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। 
এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল রিফায়েত করিম চৌধুরি পি এস সি, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙামাটি পৌরসভা মেয়র  আকবর হোসেন চৌধুরী, বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, পাংখোয়া পাড়া হেডম্যান এঙলিয়ানা পাংখোয়া  প্রমুখ।
আলোচনা সভা শেষে বড়দিনের কেক কাটা হয় এবং পাংখোয়া সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এর আগে শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে বড় দিনের দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি দীপংকর তালুকদার ।
(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/ইএইচ)