ঝিনাইদহে নৌকা-স্বতন্ত্র সংঘর্ষ, চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

প্রকাশ | ২৬ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৭

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত পাঁচজন। তাদের মধ্যে আশিক হোসেন ও বকুল মোল্লাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
একই সঙ্গে সংঘর্ষের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় সদরের সুরাট বাজরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর রাতে উভয়পক্ষ থেকে মামলা হয়।
স্থানীয়রা জানান, বিকালে সদর উপজেলার সুরাট বাজারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা অবস্থান নেন। তখন পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে সন্ধ্যায় উভয়পক্ষের সমর্থকরা একই স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হন। এতে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় উভয়পক্ষে মামলা হয়েছে। মামলার পর সুরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসেনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/ইএইচ)