রাফাহ গণকবরে ৮০ জন অজ্ঞাত ফিলিস্তিনির লাশ দাফন

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

দক্ষিণ গাজার রাফাহ শহরে একটি গণকবরে প্রায় ৮০ জন অজ্ঞাত ফিলিস্তিনির লাশ দাফন করা হয়েছে। ড্রোন দ্বারা ধারণ করা চিত্রে এটা দেখা গেছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রগুলো বার্তা সংস্থা এএফপিকে বলেছে, তাদের মধ্যে কোনো জিম্মি নেই কিনা তা পরীক্ষা করে দেখার জন্য তাদের ‘মর্গ ও কবর থেকে’ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। পরে তাদের দক্ষিণ গাজার কেরেম শালোম ক্রসিং দিয়ে ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।

ইসরায়েল বলেছে, ২৪০ জনের মধ্যে ১২৯ জনকে ৭ অক্টোবর অপহরণ করে গাজায় নিয়ে যাওয়ার পরে এখনও বেহিসাব রয়েছে। সেদিন হামাসের নেতৃত্বে হামলায় ১২০০ মানুষ নিহত হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, তখন থেকে ইসরাইলি বোমাবর্ষণে ২০ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।


এদিকে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ২৪১ জন নিহত হয়েছে।

মন্ত্রণালয়ের মতে, ১১ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ে কমপক্ষে ২০ হাজার ৯১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশিরভাগই শিশু এবং মহিলা।


হামাস ইসরায়েলের অভ্যন্তরে আক্রমণের পরে ৭ অক্টোবর যুদ্ধ শুরু হয়। হামাসের হামলায় প্রায় ১২০০ জন নিহত হয়, যারা প্রধানত বেসামরিক লোক। 

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/এফএ)