বাকৃবিতে স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু ১৭ জানুয়ারি

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:৫১

বাকৃবি প্রতিনিধি, ঢাকা টাইমস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী ১৭ জানুয়ারি। মঙ্গলবার বিকাল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ। তিনি বলেন, ১৪,১৫ এবং ১৬ জানুয়ারি এই তিনদিন নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের (নবীনবরণ) জন্য নির্ধারণ করা হয়েছে। ১৭ জানুয়ারি থেকে তাদের ক্লাস শুরু হবে।

তিনি আরও বলেন, নবীন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে গত ২১ ডিসেম্বর ডিন কাউন্সিলের একটি আলোচনা সভা হয়। আজকে পুনরায় ডিন কাউন্সিলের আলোচনা সভায় এ সকল সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গুচ্ছভুক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আটটি কেন্দ্রে একযোগে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাকৃবি কেন্দ্রে উপস্থিতির হার ছিলো ৮৮ দশমিক ৩৪।

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/প্রতিনিধি/জেডএম)