চাঁদপুরে লিফলেট বিতরণের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর যুবলীগ-ছাত্রলীগের হামলা  

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০২৩, ২২:৫২ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩, ২৩:০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

নির্বাচন প্রতিহত ও  ভোট বর্জন, অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী ও জেলা তাঁতী দলের আহ্বায়ক আলী আহমেদ সরকারের নেতৃত্বে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণের সময় সরকার সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। 

জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের কালীবাড়ি রেল স্টেশন, মাছঘাট, বড় স্টেশন এলাকা, যমুনা রোড এবং প্রেসক্লাব রোডে  লিফলেট বিতরণ ও গণসংযোগ করার সময় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ অতর্কিত হামলা করে তাঁতী দলের আহ্বায়ক আলী আহমেদ সরকারের বাড়ি ভাঙচুর করে। পরক্ষণেই ডিবি পুলিশ এসে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী। উপস্থিত দলীয় নেতাকর্মীদের প্রতিবাদের মুখে ছাত্রলীগ, যুবলীগ পিছু হটে বলে দাবি করেন তিনি। 

এ সময় শহর বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবক দল ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামাল গাজি, যুবদল নেতা মনা গুরুতর আহত হন। 

(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/জেবি/এআর)