ভোট বর্জনের আহ্বানে কারওয়ান বাজারে গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ভোট বর্জনের আহ্বানে গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করে মিছিল করেছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার কারওয়ান বাজারে গণধিকার পরিষদের নুরুল হক নুরের নেতৃত্বাধীন নেতাকর্মীরা মিছিল বের করে লিফলেট বিতরণ করেন।

এ সময় ‘ডামি নির্বাচন আর না, ভোট কেন্দ্রে যাব না’, এবং ‘ভোটারবিহীন নির্বাচন আর না, ভোট কেন্দ্রে যাব না’, লেখা লিফলেট বিতরণ করা হয়। পরে ‘ভোট কেন্দ্রে যাব না, প্রতারণার নির্বাচনকে সমর্থন করব না’ শ্লোগান লেখা সম্বলিত ব্যানার নিয়ে মিছিল বের করেন তারা।

মিছিলে ‘ভ্যাট ট্যাক্স দেব না ’, ‘এই সরকার  মানি না’, ‘অবৈধ নির্বাচন মানি না’, ‘ডামি প্রার্থী মানি না, মানবনা’সহ বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।

তারা বলেন, ‘ডামি প্রার্থীর নির্বাচন দিয়ে হাস্যরসের জন্ম দিয়েছে। আমরা এমন প্রহসনের নির্বাচন মানি না। অবিলম্বে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। সাধারণ মানুষ সরকারের এমন পরিকল্পিত ভোটকে প্রত্যাখ্যান করেছে। আগামী ৭ তারিখের সাজানো ও পাতানো নির্বাচন বয়কটের জন্য জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি।’

এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যরাও বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/এমএইচ/এফএ)