পরিবর্তনের জন্য লাঙ্গলে ভোট দিন: হাজী মিলন

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০২৩, ২০:২০

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা আসনের জাপা মনোনীত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, বড় দুটি দল নির্বাচিত হয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। দলীয় নেতাকর্মীরা অবাধ চাঁদাবাজিতে মেতে ওঠে। জনজীবনকে অতিষ্ঠ করে তুলে। অবস্থার পরিবর্তন দরকার। আর এই পরিবর্তনের জন্য লাঙ্গলে ভোট দিন।

 

বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ শেষে পুরান ঢাকার আমলীগোলায় এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

 

হাজী মিলন বলেন, জনগণের ভয় ভাঙাতে হবে। তারা মনে করে তারা যাদের ভোট দেয় তারা নির্বাচিত হয় না। ফলাফল পাল্টিয়ে ফেলা হয়। অথবা ভোটচোরেরা তাদের ভেট আগে থেকেই দিয়ে দেয়। কিন্তু এবারও যদি তার পুনরাবৃত্তি ঘটে তাহলে ভবিষ্যতে ক্ষমা চেয়েও সরকার আর পাড় পাবে না।

 

এরআগে দিনব্যাপী তিনি লাঙ্গল মার্কায় ভোট চেয়ে পুরান ঢাকার নয়াবাজার টিন পট্টি, বংশাল, নাজিরা বাজার, পাকিস্তান মাঠ, উর্দু রোড, লালবাগ রোড, আগামসী লেন, আগা সাদেক রোড এবং আজিমপুর ছাপড়া মসজিদ এলাকায় গণসংযোগ লিফলেট বিতরণ করেন।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/জেবি)