ডোমারে বিরল প্রজাতির শকুন উদ্ধার
নীলফামারীর ডোমার উপজেলায় বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে ডোমার বন বিভাগ।
বৃহস্পতিবার উপজেলার সোনারায় ইউনিয়নের ভেলসিপাড়া জামে মসজিদ এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয়রা শকুনটিকে দেখে প্রশাসনকে খবর দেয়। পরে বন বিভাগের দুজন কর্মচারী ঘটনাস্থল থেকে অসুস্থ শকুনটি উদ্ধার করে নিয়ে যায়। এসময় শকুনটির পায়ে কিছুটা আঘাতের চিহ্ন দেখা গেছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক জানান, সকালে বিপন্ন প্রায় এক প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকালে শকুনটি দুর্বল ছিল। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ জানান, পাখিটিকে সুস্থ করার চেষ্টা চলছে। সুস্থ হলে পরবর্তীতে বন্যপ্রাণী দফতরের সাথে আলোচনা করে শকুনটি অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।
(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/ইএইচ)