নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
কুড়িগ্রামের উলিপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় এক স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে। ওই নেতার নাম আব্দুল আউয়াল। তিনি উপজেলার বজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. আক্কাছ আলী সরকারের (ট্রাক) পক্ষে কাজ করছিলেন আব্দুল আউয়াল। এর কয়েকটি ছবি উপজেলা নেতৃবৃন্দের হাতে পৌঁছায়। তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া গেলে গত ২৭ ডিসেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাসিম বিল্লাহ মাছুম ও সদস্য সচিব রাজ্জাকুল হোসেন রিপন স্বাক্ষরিত এক পত্রে তাকে বজরা ইউনিয়নের আহ্বায়ক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাকুল হোসেন রিপন বলেন, বিষয়টি জানার পর আব্দুল আউয়ালকে আমি নিজেই প্রচারণা থেকে সরে আসার জন্য আহ্বান জানিয়েছি। কিন্তু তিনি সেটা না করে উল্টো অন্য নেতাকর্মীদের নির্বাচনে যুক্ত করার জন্য চাপ প্রয়োগ করে দলীয় সিদ্ধান্ত অবমাননা করেছেন। বিষয়টি জেলা নেতৃবৃন্দকে অবগত করে তাকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/ইএইচ)