নির্বাচনি প্রচারণায় অংশ নি‌য়ে স্বেচ্ছা‌সেবক দল নেতা ব‌হিষ্কার

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৩, ২১:৪৯
অ- অ+

কুড়িগ্রা‌মের উলিপু‌রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে স্বতন্ত্র প্রার্থীর প‌ক্ষে কাজ করায় এক স্বেচ্ছা‌সেবক দল নেতা‌কে ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে। ওই নেতার নাম আব্দুল আউয়াল। তি‌নি উপ‌জেলার বজরা ইউনিয়‌ন স্বেচ্ছা‌সেবক দলের আহ্বায়ক।

জানা গে‌ছে, দলীয় সিদ্ধান্ত অমান্য কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. আক্কাছ আলী সরকা‌রের (ট্রাক) প‌ক্ষে কাজ কর‌ছি‌লেন আব্দুল আউয়াল। এর কয়েকটি ছ‌বি উপজেলা নেতৃবৃন্দের হা‌তে পৌঁছায়। তদ‌ন্তে বিষয়‌টির সত‌্যতা পাওয়া গে‌লে গত ২৭ ডিসেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাসিম বিল্লাহ মাছুম ও সদস্য সচিব রাজ্জাকুল হোসেন রিপন স্বাক্ষ‌রিত এক প‌ত্রে তা‌কে বজরা ইউনিয়নের আহ্বায়ক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ বিষ‌য়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাকুল হোসেন রিপন ব‌লেন, বিষয়‌টি জানার পর আব্দুল আউয়ালকে আমি নিজেই প্রচারণা থেকে সরে আসার জন্য আহ্বান জানিয়েছি। কিন্তু তিনি সেটা না ক‌রে উল্টো অন্য নেতাকর্মীদের নির্বাচ‌নে যুক্ত করার জন্য চাপ প্রয়োগ করে দলীয় সিদ্ধান্ত অবমাননা করেছেন। বিষয়‌টি জেলা নেতৃবৃন্দকে অবগত করে তা‌কে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান জিতলে বাংলাদেশ জিতবে: প্রস্তুতি সভায় এস এ সিদ্দিক সাজু
কুমিল্লায় যুবলীগ সভাপতি ওমানী কাশেম গ্রেপ্তার
উত্তরা ইউনিভার্সিটিতে পঞ্চম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড অনুষ্ঠিত
বেনাপোলে ১৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা