চাঁদপুরে চুরি হওয়া ৮টি মোটরসাইকলে উদ্ধার

প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০২৩, ২৩:১৪

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে এখলাছপুর ইউনিয়নের বোরচর এলাকা থেকে ৮টি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর।
শুক্রবার সন্ধ্যায় পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ ডিসেম্বর মোটরসাইকেল চুরি যাওয়া চাঁদপুর সদর মডেল থানার একটি মামলার সূত্র ধরে পিবিআই তদন্ত শুরু করে। ওই ঘটনায় ২৩ ডিসেম্বর মতলব উত্তর উপজেলার বাপ্পি (২১), হাসান আহাম্মেদ ও মো. রাজিব (২১) নামে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে নারায়ণগঞ্জ ও মতলব উত্তরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। ওই সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এসপি মোস্তফা কামাল রাশেদ বলেন, চোরচক্রের সদস্য গ্রেপ্তার হওয়ার পর আমরা বেশ কিছু তথ্য পাই। এরপর আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম মীর একটি বিশেষ দল গঠন করে। ওই দলটি মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরচর দ্বীপ এলাকা থেকে মামলার ঘটনায় সরাসরি জড়িত চোর চক্র কর্তৃক চোরাইকৃত ৮টি মোটরসাইকেল উদ্ধার করে।
(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/ইএইচ)