পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৪

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
পদ্মা ও যমুনায় ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চসহ সব ধরনে নৌযান চলাচল বন্ধ রয়েছে। রাতে ঘাট ছেড়ে যাওয়া তিনটি লোড ফেরি মাঝ নদীতে আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে।
রবিবার রাত ৩টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।   
রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ। 
বলেন, ভোর রাত ৩টার দিকে হঠাৎ করেই পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। নদীতে চলাচলকারী ফেরিগুলোর দিক নির্ণয় বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়। বর্তমানে মাঝ পদ্মায় তিনটি ফেরি আটকে আছে।  
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বেশকিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/ইএইচ)