রাজশাহী-১: মাহির নির্বাচনি ক্যাম্পে দুর্বৃত্তের আগুন

প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০২৩, ১৫:২৭ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩, ১৫:৩০

রাজশাহী ব্যুরো

রাজশাহী-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল এলাকায় মাহির নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। না পেয়ে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী আবারও দলের মনোনয়ন পেয়েছেন।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)