পূবাইলে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত

প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০২৩, ১৮:৫২

​​​​​​​টঙ্গী-পূবাইল (গাজীপুর), ঢাকা টাইমস

গাজীপুরের পূবাইলের তালটিয়া এলাকা থেকে ট্রেনে কাটা পড়া মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

রবিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আল আমিন (৪৫) তিনি নরসিংদীর রায়পুরা থানার মেথিকান্দা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি পূবাইলের বসুগাঁও এলাকায় বসবাস করতেন। আল আমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজিউর রহমান বলেন, রোববার বেলা সাড়ে ১০টার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কে তালটিয়া এলাকায় ভৈরবগামী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মানসিক ভারসাম্যহীন আল আমিনের মৃত্যু হয়েছে। দুপুরে লাশটি উদ্ধার করা হয়। পরে তার স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ট্রেনে কাটা পড়ার আগে ওই ব্যক্তি রেললাইন ধরে হাঁটছিলেন বলে আমরা জানতে পেরেছি।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এআর)