ঝিনাইদহ-২

নৌকায় ফাটল, সুযোগ নিচ্ছে ঈগল

প্রকাশ | ০১ জানুয়ারি ২০২৪, ২০:২৮ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪, ২০:৩৯

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
(বামে) স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল, (ডানে) নৌকার প্রার্থী তাহজিব আলম সিদ্দিকী।

দুয়ারে কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। অথচ শেষ মুহূর্তে ফাটল ধরেছে নৌকার নির্বাচনি প্রচারণায়। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বিভেদ। সুযোগটি কাজে লাগাচ্ছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী। তবে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠে।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তাহজিব আলম সিদ্দিকী এবং ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন সাধারণ ভোটাররা।

আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দলের মাঝে বিভক্তি দেখা দেয়ায় বেশির ভাগ নেতাকর্মী নৌকা প্রার্থীর পক্ষ ছেড়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে নৌকার জয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন ঈগল প্রতীক।

তবে ভিন্ন কথাও বলছেন কেউ কেউ। তাদের মতে, সকল দলেই কিছু সুবিধাবাদী নেতাকর্মী থাকে। তাদের কথায় ভোটের মাঠে খুব একটা প্রভাব পড়বে না।

এদিকে ঈগল সমর্থিতদের মতে স্বতন্ত্র প্রার্থীও আওয়ামী লীগ নেতা। তাছাড়া বর্তমান এমপি এলাকার কোনো উন্নয়ন করেনি। তিনি দলে বিভেদ তৈরি করে রেখেছেন। দলের নেতাদের কোনো খোঁজ খবর রাখেন না। এ কারণে তারা দলীয় প্রতিকের বাইরে অবস্থান করছেন বলে জানিয়েছেন।

এ আসনের অন্য প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি মনোনীত মাহফুজুর রহমান, জাসদের ফজলুল কবির গামা, তৃণমুল বিএনপির জামরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের নাসির উদ্দীন, বাংলাদেশ সুপ্রিম পাটির (বিএসপি) নজরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শরীফ মোহাম্মদ বদরুল হায়দার, এনপিপির মিজানুর রহমান মিজু, বাংলাদেশ কল্যাণ পার্টির আব্দুল হান্নান খা ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) খোন্দকার হাফিজুর রহমান ফারুক।

উল্লেখ্য, ২১ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৬ হাজার ২৯৫ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৫৩৩ এবং মহিলা ভোটার ২ লাখ ৩৮ হাজার ৭৬২ জন।

(ঢাকাটাইমস/০১জানুয়ারী/প্রতিনিধি/পিএস)