সুপ্রিম কোর্টে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের আদালত বর্জন অব্যাহত

প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৪, ১৫:০৬ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৪, ১৫:৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্বারোপ করতে সুপ্রিম কোর্টে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি পালন অব্যাহত রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের প্রবেশমুখে এ কর্মসূচি চলছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে আদালত বর্জন কর্মসূচিতে আরও উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব প্রমুখ। 

এর আগে ২৭ ডিসেম্বর এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন বিএনপিপন্থি আইনজীবীরা। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন জামায়াতপন্থি আইনজীবীরা। ১-৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারা দেশের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

(ঢাকাটাইমস/০২জানুয়ারি/এমএইচ/এফএ)