যশোরের শার্শায় কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২৪, ১৪:০৮

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকা টাইমস

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বারসহ মনিরুল হোসেন (৪২) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। 

মঙ্গলবার রাতে গোগা কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মনিরুল হোসেন শার্শা উপজেলার কালিয়ানি গ্রামের মৃত শামসুর রাহমানের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গোগা বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার গোগা কলেজের সামনে অভিযান চালিয়ে মনিরুল হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ কেজি ২২ গ্রাম ওজনের ৯টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৮০ হাজার টাকা।

এ বিষয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি ।

(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/প্রতিনিধি/পিএস)