নৌকায় ভোট চেয়ে কাঁদলেন, ভোটারদের কাঁদালেন এমপি দুদু

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫৭ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫৯

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস

নৌকা প্রতীকে ভোট চেয়ে নিজে কাঁদলেন, ভোটারদের কাঁদালেন জয়পুরহাট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. সামছুল আলম দুদু। তিনি বলেন, সম্মানিত ভোটার ভাই-বোনেরা। এবার আমার জীবনের শেষ নির্বাচন। আমি এমপি থাকায় অবস্থায় এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দিরসহ ব্যাপক উন্নয়ন করেছি। এমপি থাকাকালীন কাউকে অন্যায়ভাবে অত্যাচার করিনি, সবসময় জনগণের সুখে দুখে পাশে থাকার চেষ্টা করেছি। তারপরও যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিবেন। সেই সঙ্গে (৭ জানুয়ারি) নির্বাচনে ভোটকেন্দ্রে এসে শেষবারের মতো আমাকে এমপি নির্বাচিত করতে নৌকা মার্কায় ভোট দিবেন।

বৃহস্পতিবার বিকালে পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জয়পুরহাট-১ আসনে নৌকা মার্কার নির্বাচনি পথসভায় বক্তব্য দিতে গিয়ে দুদু এসব বলেন।

নির্বাচনি পথসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুমন কুমার শাহ, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডলসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

নৌকার মার্কার নির্বাচনি পথসভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, স্থানীয় কিছু নেতা আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে হারাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। ভোটারদের টাকা দিয়ে ভোট কিনাসহ নানা রকমের মিথ্যে প্ররোচণা দিচ্ছেন তারা। এ সময় নেতাকর্মীদের সজাগ থাকতেও বলেন নেতাকর্মীরা। রাতের আঁধারে পাড়া মহল্লায় গিয়ে যেন কোনো প্রার্থী ভোট কিনতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। সবশেষে (৭ জানুয়ারি) নির্বাচনে উন্নয়নের স্বার্থ আবারও নৌকা মার্কার ভোট প্রার্থনা করেছেন তারা।

(ঢাকাটাইমস/৫জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)