ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র রণধীর জয়সওয়াল

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২৪, ১১:৫৩ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৪, ১১:৫৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রবীণ ‘ইন্ডিয়ান ফরেন সার্ভিস’ (আইএফএস) অফিসার রণধীর জয়সওয়াল। অরিন্দম বাগচীর স্থলাভিষিক্ত হলেন ১৯৯৮ ব্যাচের এই আইএফএস অফিসার। 

বুধবার উত্তরসূরির হাতে দায়িত্ব তুলে দেন অরিন্দম বাগচী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে বার্তাও দিয়েছেন তিনি।

এরআগে, গত ২৯ ডিসেম্বর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগচী জানিয়েছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে এটিই তার শেষ সংবাদ সম্মেলন। তার উত্তরসূরি হিসেবে   রণধীর জয়সওয়ালের নামও বলেছিলেন তিনি।  

এদিকে অরিন্দম বাগচী জেনেভায় জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছেন বলে জানা গেছে। তিনি ২০২১ সাল থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পদে নিযুক্ত ছিলেন। 

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/এমআর)