যশোরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০২৪, ১৫:৩৯

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস

যশোর-ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় আলামিন নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। 

শুক্রবার সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারীনগর বাজার এলাকায় কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলামিন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাজেদদিহি গ্রামের হানিফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে বারোবাজার থেকে নসিমন চালিয়ে যশোর শহরে যাওয়ার পথে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলামিন হোসেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে আছে। তবে চালক ও সহকারীরা পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি বাসটির বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে হাইওয়ের ঘটনা হলে এটা হাইওয়ে পুলিশ দেখবে।

এ বিষয়ে জানতে বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করার পরেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

(ঢাকা টাইমস/০৫ জানুয়ারি/প্রতিনিধি/পিএস)