গোপীবাগে ট্রেনে আগুন: শেখ হাসিনা বার্নে ভর্তি ৮ জন

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৪, ১১:০১ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:১৬

অনলাইন ডেস্ক

রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় আহত হয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮ জন। তাদের মধ্যে একজন নারী, দুজন শিশু ও বাকি চারজন পুরুষ। এছাড়া আরেকজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

শনিবার সকাল ৯টায় শেখ হাসিনা বার্ন ইউনিটে সরেজমিনে গিয়ে এ তথ্য জানা যায়।

ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া অমিত কুমার দেবনাথ ছুটির ছাড়পত্র নিয়েছেন।

আহতরা হলেন, আসিফ মোহাম্মদ খান (৩০), ডক্টর কৌশিক বিশ্বাস (৩২), নাফিজ আলম (২২), মো মাসুদ রানা (৩১), ডেইজি আক্তার রত্না (৪০), রেহান (৬), দিহান (১১) ও মো. ইকবাল।

শেখ হাসিনা বার্নের আবাসিক সার্জন তরিকুল ইসলাম আটজনের পরিচয় নিশ্চিত করেন।

তিনি বলেন, তারা সবাই ধোঁয়ায় আক্তান্ত হয়ে অসুস্থ হয়েছেন। তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া শরীরে দৃশ্যমান কোনো দগ্ধতা নেই।

তিনি আরও বলেন, এ বিষয়ে সকাল ১১টায় শেখ হাসিনা বার্ন হাসপাতালের পরিচালক গণমাধ্যমকে ব্রিফ করবেন।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। 

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/ইএস)