চাঁদপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালক-হেলপার আহত

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৪, ১১:৩৯

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে আগুনে পুড়েছে আনন্দ পরিবহনের দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাস। এময় গাড়ি থেকে লাফিয়ে নামার সময় গাড়ি চালক ও হেলপার আহত হয়েছেন। তবে এ ঘটনা নাশকতা না কয়েলের আগুন থেকে লেগেছে তা জানা যায়নি।

শনিবার ভোরে গাড়িতে আগুন লাগে।  

আহতরা হলেন,  গাড়ি চালক নাছির উদ্দিন বিপ্লব ও হেলপার খোকন মিয়া। হেলপার খোকনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চালক নাছির উদ্দিন বিপ্লব জানান, আমরা গাড়িতে ঘুমিয়েছিলাম। আগুন লাগার পর গাড়ি থেকে লাফিয়ে নামার সময় আমরা আহত হই। তবে খোকনের শরীরের কিছু অংশ পুড়ে গেছে বলে জানান তিনি। 

আনন্দ পরিবহনের মালিক শম্ভু চন্দ্র দাসের দাবি, কয়েকজন মুখোশধারী যুবক গাড়িতে আগুন দিয়েছে। গাড়িটি গতকাল নির্বাচনি কাজে নিয়োজিত ছিল। আজকেও নির্বাচনের কাজে যাওয়ার কথা ছিল।

চাঁদপুর ফায়ার সার্ভিস চাঁদপুর উত্তর স্টেশনের উপ-পরিচালক সানোয়ার হোসেন  বলেন, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ততক্ষণে বাসের সিট ও গ্লাস আংশিক পুড়ে গেছে। তদন্তের পর বলা যাবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, কয়েল থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/প্রতিনিধি/পিএস)