বরিশালে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু
প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টায় বরিশাল নগরীর ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শুরুর পরপরই বরিশাল সদর উপজেলায় ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন। তিনি চরবাড়িয়া ইউনিয়নের (২১নং) বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রধান করেন।
নগরীর (১৫নং) ওয়ার্ডের নব আদর্শ স্কুল ভোটকেন্দ্রে সকাল ৯টার দিকে ভোট দেওয়ার কথা বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অব: কর্নেল জাহিদ ফারুক শামিমের।
বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, পুরো জেলায় নির্বাচনি নিরাপত্তায় পুলিশ, আনসার, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন। বরিশাল জেলায় ১৭ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন সেনাবাহিনীর সদস্য ও সদরে একটি কোম্পানি মোতায়েন করা হয়েছে।
এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৬টি আসনে নির্বাচনের মাঠে মোট ৩৫ জন প্রার্থী রয়েছেন। যার মধ্যে বরিশাল-৫ আসনে জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস এবং বরিশাল-২ আসনে মনিরুল ইসলাম নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও মনিরুল ইসলাম সরে গিয়ে নৌকাকে সমর্থন দিয়েছেন।
অপরদিকে জেলায় মোট ২১ লাখ ৩২ হাজার ৭৪ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮৩ হাজার ৩২৪ জন, নারী ভোটার ১০ লাখ ৪৮ হাজার ৭৪৪ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন। যারা ৮২৭টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ নির্বাচনি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন পুলিশ, আনসার, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশের সদস্যরা।
যার মধ্যে প্রতি আসনে র্যাবের ২টি করে ১২টি টহল টিম, মেট্রোপলিটন এলাকায় বিএমপি পুলিশের ১ হাজার ২৮০ জন সদস্য এবং জেলায় জেলা পুলিশের ২ হাজার ১৭৩ জন সদস্য নিয়োজিত রয়েছেন। এ ছাড়া ১০ হাজার ৯২ জন আনসার সদস্যের মধ্যে ভোটকেন্দ্রে ৯ হাজার ৯২৪ জন, সেনাবাহিনীর ৬০৮ জন, বিজিবির ১৭ প্লাটুন, কোস্টগার্ডের ১৫৯ জন নিয়োজিত রয়েছে। যার মধ্যে কোস্টগার্ড নদীবেষ্টিত হিজলা ও মেহেন্দিগঞ্জের ১০টি ইউনিয়নে কাজ করছেন।
(ঢাকা টাইমস/০৭জানুয়ারি/প্রতিনিধি/এসএ)