জাতির স্বার্থেই ভোট দিয়েছি, বললেন ৮৪ বছরের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন 

ঢাকা ১৪

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:২০ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ভোট দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ৮৪ বছরের মহিউদ্দিন মিয়া। তিনি জানান, দেশ ও জাতির স্বার্থেই ভোট দিয়েছেন তিনি। ভোট দিয়ে প্রায় ৭০ বছরের সাদেক উল্লাহ বলেন, ‘উন্নয়নের জন্য, ভালোর জন্য ভোট দিছি। সবসময়ই ভোট দেই আমি।’

মিরপুরের পাইকপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন তারা। ঢাকা ১৪ আসনের এই কেন্দ্রে মোট ভোটার ২৩৭২। 

সরেজমিনে দেখা যায়, সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ২০ থেকে ২৫টি। 

মিরপুর, শাহআলী, দারুসসালাম, রূপনগরের একাংশ ও সাভারের কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা ১৪ আসন। ঢাকা ১৪ আসনে মোট প্রার্থী ১৪ জন। 

এর পাশেই রয়েছে বশির উদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র। এখানে এ পর্যন্ত ভোট দিয়েছেন প্রায় ২০ জন। 

প্রিজাইডিং অফিসাররা জানান, শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ। আইন শৃঙ্খলা রক্ষায় দেখা গেছে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা। 

এছাড়া প্রায় সব প্রার্থীর এজেন্টদেরও দেখা গেছে। এই এলাকার মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী একাধিক হওয়ায় সবচেয়ে বেশি এজেন্ট রয়েছে আওয়ামী লীগ সমর্থকদের।   

এদের মধ্যে রয়েছেন নৌকার প্রার্থী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। 

একইসঙ্গে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা কেটলি প্রতীকের মো. লুৎফর রহমান ও ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতিও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ট্রাক প্রতীকের সাবিনা আক্তার তুহিন। রয়েছেন ঈগল প্রতীকের প্রার্থী জেড আই রাসেল, দালান প্রতীকের মোহাম্মদ মহিবুল্লাহ, বাঁশি প্রতীকের কাজী ফরিদুল হক হ্যাপি,  লাঙ্গল এর আলমাস উদ্দিন, ও সোনালী আঁশ নিয়ে তৃণমূল বিএনপির নাজমুল ইসলাম। 

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এসআরপি/এমআর)