বরিশাল নগরীর বেশিরভাগ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:১৪

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস

দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে পুর্ব নির্ধারিত সময় সকাল আটটায়। তবে বরিশাল নগরীর বেশিরভাগ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে।
নগরের টাউনহল ভোটকেন্দ্রে ভোট শুরুর এক ঘণ্টায় ভোট পড়েছে ১৪টি। একই চিত্র আরেকটি কেন্দ্র অমৃত লাল কলেজ ভোটকেন্দ্রে। সেখানে সকাল নয়টা পর্যন্ত ২৩টি ভোট পড়েছেন বলে জানান প্রিজাইডিং অফিসার। 

এদিকে সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের ১৫৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

তবে প্রিজাইডিং অফিসার আশ্রাফুল আলম বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
তবে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন বলেন, শুধু রায়পাশা কড়াপুর ইউনিয়নেই নয়, কয়েকটি স্থানে আমার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। বিষয়টি আমি নির্বাচন কমিশনারের বরাবর জানিয়েছি।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)