চট্টগ্রামে ভোটকেন্দ্রে নৌকা ও ফুলকপির সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:২২ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩৭

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
গুলিবিদ্ধ মো. জামাল ও শান্ত বড়ুয়া।

চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এরা হলেন- শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২)। তবে তারা কোন পক্ষের তা জানা যায়নি। 

রবিবার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নগর পুলিশের (উত্তর) উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোখলেছুর রহমান। 

তিনি জানান, সকালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ ফুলকপি ও নৌকা সমর্থিতদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, পাহাড়তলী কলেজ কেন্দ্র থেকে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এআর)