বরকলে ১৭টি ভোটকেন্দ্রে নৌকার জয়

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৪, ২৩:২৮

বরকল (রাঙামাটি) প্রতিনিধি, ঢাকাটাইমস

রাঙামাটির বরকল উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭টি ভোটকেন্দ্রের মধ্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদেরকে হারিয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদার বিজয়ী হয়েছেন।
রবিবার বরকল উপজেলা প্রশাসন বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
তথ্য সূত্রে জানা যায়, বরকল উপজেলায় অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যার ফলশ্রুতিতে ১৭টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের দীপংকর তালুকদার পেয়েছেন ১৭ হাজার ৮শ ১টি ভোট, মুক্তিজোটের প্রার্থী ছড়ি প্রতীক অমর কুমার দে ভোট পেয়েছেন ৩শ৮৬ এবং তৃণমূল বিএনপি প্রার্থী সোনালী আঁশ প্রতীক মো. মিজানুর রহমান ভোট পেয়েছেন ১শ৫৮টি। 
উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩৮ হাজার ৪শ ৭৮টি। এর মধ্যে মোট ভোট কাস্টিং হয়েছে ১৮ হাজার ৬শ ৯৫টি। তারমধ্যে বৈধ ভোটার ছিল ১৮ হাজার ৩শ ৪৫ এবং বাতিলকৃত ভোট ছিল ৩শ ৫০টি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফোরকান এলাহি অনুপম ঢাকা টাইমসকে জানান, বরকল উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী, আনসার বাহিনীসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের সহযোগিতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষতার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।
(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএইচ)