বিজয় মিছিল না করতে শেখ হাসিনার নির্দেশ
প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২৪, ০১:০৫
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিজয় মিছিল না করতে নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার রাতে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনে ফল ঘোষণার পর কোনো প্রকার বিজয় মিছিল না করতে এবং অন্যপ্রার্থী ও তার কর্মী-সমর্থকদের সঙ্গে সহিংসতা বা আত্মকলহে লিপ্ত না হতে সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলে।
নির্বাচনে এখন পর্যন্ত আওয়ামী লীগ বিশাল বিজয়ের দিকে রয়েছে। ২৯৯টি আসনের মধ্যে ২৫০ আসনের ফলাফলে আওয়ামী লীগ ১৯১টি আসনে জয়ী হয়েছে। জাতীয় পার্টি পেয়েছে ১০টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৪৯টি আসন।
(ঢাকাটাইমস/৭ জানুয়ারি/জেএ/ইএস)