সমঝোতায় নৌকায় উঠেও নিজের সাবেক এপিএসের কাছে হারলেন জেপির মঞ্জু

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২৪, ০২:০৫ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:৩১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতায় দলীয় প্রতিক বাইসাইকেল ছেড়ে নৌকায় উঠেও শেষ রক্ষা হল না জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর। হারলেন নিজের সাবেক এপিএসের কাছে।

পিরোজপুর-২ আসন নৌকা প্রতীকে মঞ্জু পেয়েছেন ৭০ হাজার ৬৮১ ভোট। বিপরীতে তারই সাবেক ব্যক্তিগত সহকারী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ পেয়েছেন ঈগল প্রতীকে ৯৯ হাজার ২৬৮ ভোট।

রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায়। এরপর রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগের নৌকা পেয়েছে ২৯৫ আসন, জাতীয় পার্টি ১১ ও স্বতন্ত্র প্রার্থীরা বিজীয় হয়েছেন ৬২ আসনে।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/এসআইএস)