দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলেন ৫ কৃষিবিদ

শেকৃবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৯:০৯ | প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৪, ০৮:৫৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন ৫ জন কৃষিবিদ। তাদের মধ্যে ৩ জন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত কৃষিবিদরা হলেন, ঢাকা-৮ আসন থেকে আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম (নৌকা প্রতীক), টাঙ্গাইল-১ আসন থেকে ড. আব্দুর রাজ্জাক (নৌকা প্রতীক), নেত্রকোণা-৪ আসন থেকে সাজ্জাদুল হাসান (নৌকা প্রতীক), ঢাকা-৪ আসন থেকে ড. আওলাদ হোসেন (ট্রাক প্রতীক), ময়মনসিংহ-৫ আসন থেকে ড. নজরুল ইসলাম (ট্রাক প্রতীক)।

আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (তৎকালীন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট) থেকে কৃষিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছিলেন এই ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি। ১৯৮১ সালে মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতিও ছিলেন তিনি।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে (মাদারীপুর-৩) আসনর সংসদ সদস্যও ছিলেন নাছিম।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ড. আব্দুর রাজ্জাক। ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল-০১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, খাদ্যমন্ত্রী শেষে বর্তমানে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

ড. আওলাদ হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০১-০৬ পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির একান্ত সচিবের দায়িত্বে ছিলেন। ২০১৪ সালে স্বতন্ত্র থেকে নির্বাচন করায় তাকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এবার নৌকার প্রার্থী সানজিদাকে হারিয়ে তিনি বিজয়ী হন।

সাজ্জাদুল হাসান (নেত্রকোণা-৪) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০২৩ সালের উপ-নির্বাচনে নেত্রকোণা-৪ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এবার লাঙ্গল প্রার্থীকে হারিয়ে তিনি দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

নজরুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

(ঢাকাটাইমস/৯জানুয়ারি/এসএ/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

এই বিভাগের সব খবর

শিরোনাম :