মির্জা ফখরুলের জামিন শুনানি আজ

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৪, ১০:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নয় জামিন শুনানি হবে আজ মঙ্গলবার। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুর ১২টার দিকে এ জামিন শুনানি হওয়ার কথা রয়েছে। 

ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ‘১২টার দিকে মির্জা ফখরুলকে আদালতে উপস্থিত করা হবে। তার উপস্থিতিতে শুনানি হবে।’

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা করা হয়। এরমধ্যে পল্টন থানার আটটি ও রমনা মডেল থানায় তিন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষও জামিনের আবেদন করলে উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মোট নয় মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় ২৮ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন।

(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/এফএ)