প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৪, ১১:৫৯ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪, ১৩:১৫

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যায়িত করে অনতিবিলম্বে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। 
মঙ্গলবার বেলা ১১টার দিকে বরিশাল নগরীর সদর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল জেলা বাসদের সমন্বয়ক মনিষা চক্রবর্তী বলেন, এই প্রহসনের নির্বাচন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মেনে নিবেন না। যেখানে ১০-১২ শতাংশ ভোট পড়েছে অথচ এই অবৈধ সরকার ৪০-৪১ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছেন। 
তাই জনগণের প্রতি দাবি জানিয়ে মনিষা চক্রবর্তী বলেন, আসুন আমরা সকলে এই অবৈধ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলি। 
এসময় তিনি আরও বলেন, নতুন করে সকলের গ্রহণযোগ্য ভাবে নির্বাচন না দেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।
কমিউনিস্ট পার্টির দুলাল মজুমদার বলেন, যেখানে শিশুরাও ভোট দিয়েছেন। প্রতিপক্ষের কাছে কোনো জবাবদিহি ছিল না, এমনকি তেমন কোনো ভোটাররা উপস্থিত ছিল না। সেই প্রহসনের নির্বাচন আমরা প্রত্যাখ্যান করি। 
বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র নাথ বাড়ইয়ের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
(ঢাকা টাইমস/০৯জানুয়ারি/প্রতিনিধি/এসএ)