এডির র‍্যাংকিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয় 

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৪, ১৫:১৩

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস

আলপার ডকার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং ২০২৪-এ ঢাকা বিশ্ববিদ্যালয় দেশসেরা হয়েছে। সম্প্রতি প্রকাশিত তাদের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

র‍্যাংকিং প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ বিশ্ববিদ্যালয়ের ৬৬৫ জন সাইন্টিস্ট এ র‍্যাংকিং এ স্থান পেয়েছেন। দেশের সর্বমোট ২০৫টি প্রতিষ্ঠানকে আমলে নিয়ে এ তালিকা করেছে  আলপার ডজার। এ ছাড়াও, এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দীন আহমেদ বিশ্ববিদ্যালয়ের সেরা সাইন্টিস্ট মনোনীত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৭২২তম এবং এশিয়া আঞ্চলিক পর্যায়ে ৫২৫তম।

আলফার ডাকারের এ তালিকায় দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, তৃতীয় অবস্থানে রয়েছে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভস। এরপরেই রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী  বিশ্ববিদ্যালয়। এ ছাড়াও, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) এ তালিকায় ১৩তম অবস্থানে রাখা হয়েছে। 

(ঢাকাটাইমস/৯জানুয়ারি/এসকে/জেডএম)