ভোট বর্জন করায় ধন্যবাদ জানিয়ে ঢাকা পূর্ব ছাত্রদলের লিফলেট বিতরণ 

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৪, ১৫:২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

৭ জানুয়ারি নির্বাচন স্বতঃস্ফূর্ত বর্জন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে মালিবাগ, রাজারবাগ, শাহজাহানপুরে বিভিন্ন বিপনী কেন্দ্র ও পথচারীদের মাঝে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন লিফলেট বিতরণ করেন।  

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকি ও ভারপ্রাপ্ত সদস্য সচিব সোহাগ ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণকালে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, যুগ্ম আহবায়ক নাঈম আবেদীন, হান্নান মজুমদার, আরমান হোসেন বাপ্পী, হাসান মাহমুদ, রাশিদ তানজীম, সদস্য মনিরুজ্জামান টিটু, সবুজবাগ থানা ছাত্রদলের আহ্বায়ক রাফাত জামান গাফফার, পল্টন থানা ছাত্রদলের সদস্য সচিব মওদুদ আহমেদ, খিলগাঁও থানা ছাত্রদলের সদস্য সচিব বেনজির আহমেদ রাতুল, শাহজাহানপুর থানা ছাত্রদলের সদস্য সচিব এইচ. কে হোসেন আলীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

(ঢাকাটাইমস/৯জানুয়ারি/জেবি/জেডএম)