না ফেরার দেশে ফ্রান্স প্রবাসী ইব্রাহিম

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৪, ১৮:০৪

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, ঢাকাটাইমস

ক্যান্সার আক্রান্ত ফ্রান্স প্রবাসী ইব্রাহিমের ইচ্ছা ছিল উচ্চ শিক্ষা শেষ করে অর্থ উপার্জন করে পরিবারের পাশে দাঁড়াবেন। কিন্তু সেই স্বপ্ন শেষ করে দিয়েছে মরণব্যাধি ক্যানসার। ইব্রাহিম ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর বাবা-মায়ের কোলে শেষ নিশ্বাস ত্যাগ করতে গত ২০ ডিসেম্বর ভোলার চরফ্যাশনে নিজ বাড়িতে আসেন। 
সোমবার ভোরে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির নিজ বাড়িতে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইব্রাহিমের বাবা কাঞ্চন হাওলাদার।
ক্যান্সারে আক্রান্ত ফ্রান্স প্রবাসী ইব্রাহিম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির মো. কাঞ্চন হাওলাদারের ছেলে।
ইব্রাহিমের বাবা মো. কাঞ্চন হাওলাদার বলেন, ছেলের ইচ্ছা পূরণে ধারদেনা করে তাকে ফ্রান্সে পাঠাই। ইব্রাহিম আর বেঁচে নেই। সোমবার ভোরবেলায় শেষ নিশ্বাস ত্যাগ করে। ধারদেনা কীভাবে পরিশোধ করব তা জানি না। যদি সরকার আমাদের পাশে দাঁড়ায়, তাহলে আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারব।
(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/ইএইচ)