কনকনে ঠান্ডায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন
উত্তরের হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা। ঘন কুয়াশা উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে যেতে বাধ্য হচ্ছেন খেটে খাওয়া মানুষ। তবে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এ পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে।
জানা গেছে, টানা পাঁচদিন ধরে উত্তরের জেলা কুড়িগ্রামে সূর্যের দেখা নেই। দিনে-রাতে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো ঝরতে থাকে শীত। এর মধ্যে মৃদু বেগে ঠান্ডা হাওয়ায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের এলাকার আজিজ মিয়া (৫০) বলেন, ঠান্ডাত বাঁচি না বাবা, কয়দিন থাকি সূর্যের দেখা নাই। জারের কাপড় না থাকায় আগুন তপে দিন কাটবার নাকছি।’
চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ী হাট এলাকার জয়নাল হক বলেন, কয়েকদিন থেকে খুব ঠান্ডা। ঘর থেকে বাহির হওয়া যাচ্ছে না। বাতাসের কারণে ঠান্ডা বেশি।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা আরও কয়েকদিন চলতে পারে।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)