বিপিএলের উদ্বোধনী দিনে ম্যাচের সময়ে আনা হলো পরিবর্তন

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২৪, ১৯:০০

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

আর মাত্র দিন কয়েক পরেই মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। যেখানে অংশ নেবে ৭টি দল। তবে বিপিএল শুরুর আগেই পরিবর্তন আনা হলো  উদ্বোধনী দিনের ম্যাচের সময়ে।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল। তবে পূর্বসূচি অনুযায়ী সব ম্যাচ সময় অনুযায়ী শুরু হলেও, বিপিএলের প্রথম ম্যাচেই আনা হয়েছে সময়ে পরিবর্তন। 

একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ম্যাচের সময়ে পরিবর্তন আনার বিষয়টি নিশ্চিত করে টুর্নামেন্ট কমিটি। ১৯ জানুয়ারির প্রথম ম্যাচ ২টার বদলে শুরু হবে আড়াইটায়। প্রথম ইনিংসে দেড় ঘণ্টা খেলা হয়ে তা শেষ হবে ৪টায়। এরপর ২০ মিনিট ইনিংস বিরতির পর আরও দেড় ঘণ্টা সময়ের মধ্যে শেষ হবে দ্বিতীয় ইনিংসের খেলা।

পরিবর্তন আনা হয়েছে দ্বিতীয় ম্যাচের সময়েও। সন্ধ্যা ৭টার বদলে সাড়ে ৭টায় মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। দুই ইনিংসে দেড় ঘণ্টা করে সময়ের মাঝে ২০ মিনিট থাকবে ইনিংস বিরতি।

আগামী ১৯ জানুয়ারি বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুর্দান্ত ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে গত আসরের ফাইনালিস্ট সিলেট সিক্সার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরিবর্তিত সময় অনুযায়ী প্রথম ম্যাচ মাঠে গড়াবে দুপুর আড়াইটায় এবং দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

(ঢাকাটাইমস/১৫ জানুয়ারি/এনবিডব্লিউ)