সিদ্ধান্ত বদল

১৭ নয়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে মাধ্যমিক স্কুল বন্ধ রাখা যাবে

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৪, ১৬:৪৪ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪, ১৮:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

দেশের উত্তরাঞ্চলসহ নানা জেলায় জেঁকে বসেছে শীত। স্কুলগামী শিশুরা শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এ অবস্থায় কোনো জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেখানকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে বলা হয়েছিল, কোনো জেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সেখানকার মাধ্যমিক স্কুল বন্ধ রাখা যাবে। এর দুই ঘণ্টার মাথায় সেটি সংশোধনের কথা জানালো শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, যে সব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, আঞ্চলিক উপপরিচালকগণ ওই সব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ (সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তদূর্ধ্ব না হওয়া পর্যন্ত) রাখার নির্দেশনা প্রদান করবেন।

এদিকে ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চল ঢেকে আছে ঘন কুয়াশার চাদরে; অনেক স্থানেই দেখা মিলছে না সূর্যের। এর পাশাপাশি উত্তরের হিমেল বাতাস বাড়িয়ে দিচ্ছে শীতের অনুভূতি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা ঢাকা টাইমসকে জানান, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকার তাপমাত্রা ১৪.৮ থেকে ১ ডিগ্রি কমে ১৩.৮ ডিগ্রিতে নেমেছে।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/টিএ/ইএস)