শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৪, ১৫:৪৩ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪, ১৬:২৬

বেরোবি প্রতিনিধি, ঢাকা টাইমস

শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর (নওফেল) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। গত ১৪ জানুয়ারি এক সভায় নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ফেডারেশনের নেতারা।

বুধবার সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরীর পাঠোনো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় উচ্চশিক্ষা নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে আলোচনা হয়। মন্ত্রী মনোযোগ সহকারে শিক্ষকদের বক্তব্য শোনেন এবং সরকারের উচ্চপর্যায়ে কথা বলে নিয়মের মধ্যে থেকে সমাধানের পথ খোঁজার আশ্বাস দেন। 

সভায় নেতৃবৃন্দ পিএইচডি ইনক্রিমেন্ট সংক্রান্ত জটিলতা নিরসনে শিক্ষামন্ত্রীর আশু উদ্যোগ কামনা করেন। এ সময় নতুন শিক্ষামন্ত্রী আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সারথী হতে আহ্বান জানান এবং ফেডারেশনের কার্যকরী কমিটি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সঙ্গে সমন্বয় করে একটি কনফারেন্স আয়োজনের পক্ষে মত দেন।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)