চুয়াডাঙ্গায় শীতের সঙ্গে বৃষ্টি, দুর্ভোগ চরমে

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২৪, ১১:৫৪ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪, ১১:৫৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস

চুয়াডাঙ্গায় শীতের তীব্রতার সঙ্গে বৃষ্টি যুক্ত হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থবির হয়ে পড়েছে জনজীবন। 
বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। 
পরে বৃহস্পতিবার ভোর ৫টা ৪৫ মিনিটে আবারও শুরু হয় বৃষ্টি। একটানা চলে সাড়ে ৮ টা পর্যন্ত। এ সময় ১৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 


এছাড়া জেলায় ঘন কুয়াশার কারণে দেখা মিলছে না সূর্যের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল হাওয়ার ফলে উত্তাপ ছড়াতে পারছেনা সূর্যের আলো।  ফলে শীত বেশি অনুভূত হচ্ছে। তীব্র শীতে দুর্ভোগ চরমে পৌঁছেছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। এদিকে তীব্র ঠাণ্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানান রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। হাসপাতালের শয্যার চেয়েও কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার তাপমাত্রা প্রতিদিনই পরিবর্তন হচ্ছে। গত মঙ্গলবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ৩ ডিগ্রি কমে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে ১৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জানিয়ে এ কর্মকর্তা বলেন, আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি থেমে গেলে তাপমাত্রা আরও কমে আসবে বলে জানান তিনি। আগামী সপ্তাহ থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছ বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/পিএস)।